প্রকাশিতঃ বুধবার, ডিসেম্বর ২০, ২০১৭ পঠিতঃ 177849
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বর্তমানে দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।ফ্রান্সের শেতো লুইস চতুর্দশ নামের বাড়িটি দুই বছর আগে ৩০০ মিলিয়ন ডলারে বা ৩০ কোটি ডলারে বিক্রি হয়। তখন ফরচুন ম্যাগাজিন এই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল বাড়ি হিসেবে স্বীকৃতি দেয়।তখন ক্রেতার পরিচয় জানা যায়নি। কিন্তু অনুসন্ধানের মাধ্যমে বাড়িটির মালিকের নাম জানা যায় বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।ইতোমধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার মূল্যের ইয়ট এবং দ্য ভিঞ্চির আঁকা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি ডলার মূল্যের চিত্রকর্ম ক্রয় নিয়ে বিতর্কের মুখে সৌদি যুবরাজ।
সিডরো মিডিয়া গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে রিনা দাশ কর্তৃক উত্তরা রেসিডেন্সিয়াল এলাকা ঢাকা থেকে প্রকাশিত
 01701703442   ||   info@dailykalerkotha.com