প্রকাশিতঃ শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯ পঠিতঃ 159516
:: মো.শামীম মিয়া ::
ক্রিকেট খেলা আমার নেশা
তাইতো নেমে মাঠে,
হারিয়ে গেলাম আগের দিনের
সুখ স্মৃতির পাঠে!
শিশু-কিশোর পথেঘাটে
খেলছে ব্যাট ও বলে,
আমিও তখন ভিড়ে গেলাম
তাদের ই গড়া দলে।
চার ও ছয়ে কি আনন্দ
কখনো পড়ে উইকেট,
আমার কাছে ভালো লাগে
প্রিয় খেলা ক্রিকেট।
সিডরো মিডিয়া গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে রিনা দাশ কর্তৃক উত্তরা রেসিডেন্সিয়াল এলাকা ঢাকা থেকে প্রকাশিত
 01701703442   ||   info@dailykalerkotha.com